চট্টগ্রাম:অন্যরকম সুপারশপ। বড় হলরুমে সাজিয়ে রাখা হয়েছে পণ্যসামগ্রী।ট্যাগ লাগানো আছে নির্দিষ্ট দাম। সেই দামকে পানির সঙ্গে তুলনা করলে ভুল হবে।এ যে চকলেটের দামে চাল, সয়াবিন। শুধু কি চাল, ডাল, চিনি, সুজি, ডিম, নুডলস, সয়াবিন! পাওয়া যাচ্ছে নতুন পোশাকও। চট্টগ্রামের জামালখানে বিদ্যানন্দ আয়োজিত ১০ টাকায় পূজার বাজারের চিত্র এটি। এ বাজারে ৫০ পয়সা দামে বিক্রি হলো ১ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা, আধা কেজি সুজি, ১২টি কলম-পেন্সিল, ২০০ গ্রাম বিস্কুটের প্যাকেট। ১ টাকায় পেলেন ১টি খাতা। দেড় টাকায় পাওয়া গেল ১ ডজন ডিম, ২ কেজি আটা, ১ কেজি চিনি, মশুর ডাল। ২ টাকায় ৪০০ গ্রাম ওজনের নুডলস, বাচ্চাদের শার্ট, প্যান্ট। ৩ টাকায় ১ লিটার সয়াবিন, ১টি স্কুল ব্যাগ, ১টি লুঙ্গি, ১টি বাচ্চাদের ফ্রক। ৪ টাকায় পাঞ্জাবি, মেয়েদের টুপিস,...