এশিয়া কাপ ২০২৫ এর ফাইনালের আগে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ফাইনালের আগে অধিনায়কদের ফটোশুটে যাননি তিনি। এই প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাও। এশিয়া কাপে এর আগে ২ বার ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেই দুই ম্যাচে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারতের কেউ। এর আগে ৮ দলের অধিনায়ক নিয়ে যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানেও পাক ভারতের দুই অধিনায়ক একে অন্যকে এড়িয়ে গিয়েছিলেন। এবার গেলে সালমানের মুখোমুখি হয়ে যেতে হবে, সে কারণে অনুষ্ঠানেই যাননি সূর্যকুমার। এই বিষয়ে সালমান অবশ্য কূটনৈতিক উত্তর দিলেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ওরা যা খুশি করতে পারে। আমরা নিয়ম মেনে চলব। ওরা চাইলে আসবে, না চাইলে আমরা কিছু করতে পারব না।’ আগা জানান, দল বাইরের কথাবার্তা নিয়ে ভাবছে না। তিনি বলেন, ‘আমরা যা...