জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প। হামিদ আলিকে গ্রামের সালিশে সবার সামনে বেইজ্জতি করে সুদখোর মিজান। নিরূপায়ের মত সেসব দেখতে হয় খুশবুকে। বাধ্য হয়ে শহরে তিতলির কাছে আসতে চায় সে। ফ্যাক্টরিতে বেতন ওভারটাইমের দাবি যৌক্তিক মনে করে রিশাদ। একটা আশ্বাস দিয়ে সেতুকে কর্মবিরতি তুলে নেয়ার দায়িত্ব দেয় সে। ওদিকে তিতলি মির্জার প্রেস কনফারেন্সে সে ফাঁস করে দিতে চায় শাকিলের গোমড়। কিন্তু শায়ানকে জিম্মি করে তিতলিকে থামায় সে। তিতলির খোঁজে শহরে চলে আসে খুশবুও। খুশবু কি পারবে তিতলির মুখোমুখি হয়ে বাবার বিপদের কথা জানাতে? (এই সপ্তাহের কাহিনী সংক্ষেপ) সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ...