তিনি আরও যোগ করেন, ‘দুঃখজনক হলো, আমাদের এসব কমিটি প্রকৃত উদ্দেশ্য নিয়ে কাজ করে না। যে দেশ বিশ্বমঞ্চে নিজেকে উপস্থাপন করার কৌশলই জানে না, সে দেশ কিভাবে এগোবে? আমরা এখনো তৃতীয় বিশ্বের দেশ কারণ আমরা সামষ্টিক উন্নতির চেয়ে ব্যক্তিগত স্বার্থকে বড় করি।’ এই প্রসঙ্গে জনপ্রিয় নির্মাতা নুহাশ হুমায়ুনও তার মতামত জানিয়েছেন। রাজীবের পোস্টে মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি ‘সাবা’ একটি ভালো ছবি, কিন্তু এটি সম্পূর্ণ ব্যক্তিগত। আমার কাছে এটি আরও বেশি পছন্দ হয়েছে। তবে যদি আমরা শুধু এই যুক্তি দিই যে একটি ছবি TIFF বা অন্যান্য বড় উৎসবে গেছে, তাই সেটিই ভালো- এটা একটি পিচ্ছিল চিন্তাভাবনা।’ নুহাশ আরও বলেন, ‘আরও দুঃখজনক বাস্তবতা হলো, বাংলাদেশে অস্কার...