নিউইয়র্কেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরপররাষ্ট্র মন্ত্রণালয় ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এনআরবি কানেক্ট ডে অনুষ্ঠানেবাংলাদেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) ম্যানহাটনের নিউইয়র্ক মেরিয়ট মার্কুইস এ অনুষ্ঠিত ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিজ’ শীর্ষক অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে একটি কথা—আমাদের স্বপ্ন দেখতে হবে। ড. ইউনূস যে স্বপ্ন দেখিয়েছেন, তা আমাদের এগিয়ে নিতে হবে।’ এ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি বলেন, “গত পরশু ইউ এস বাংলাদেশ বিজনেস ফোরামের সভায় আমাদের সকলের সম্মানিত ড. ইউনুস ভাষণ দিচ্ছিলেন। প্রফেসর ইউনুস যখন কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিলো, আমি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শুনছি। যে স্বপ্ন জিয়াউর রহমান দেখেছিলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত স্বাধীন...