দুবাইয়ে আজ রাতে নির্ধারণ হবে এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের মেগা ফাইনালে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে ভারত ও পাকিস্তান।গুরুত্বপূর্ণম্যাচের আগে কোনও দল সাধারণত পরিবর্তন করতে চায় না তাদের জয়ী একাদশ। তবে এশিয়া কাপের ফাইনালে একাধিক পরিবর্তন আসছে যাচ্ছে ভারত-পাকিস্তান একাদশে। সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর রাতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক পান্ডিয়া। ফাইনালে তার খেলা নিয়ে এখনও রয়েছে শঙ্কা। এছাড়া চোটের কবলে পড়েছিলেন টুর্নামেন্টের ভারতের হয়ে সবথেকে ধারাবাহিক পারফর্মার অভিষেক শর্মা। অস্বস্তি নিয়ে আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় মাঠ ছাড়লেও আজ দেখা যাওয়ার সম্ভাবনা আছে তার। এদিকে আগের ম্যাচে বিশ্রামে ছিলেন জসপ্রীত বুমরা এবং শিবম দুবে। এই দুজনের ফাইনাল ম্যাচের একাদশে ফেরা মোটামুটি নিশ্চিত। আর শেষ পর্যন্ত হার্দিক খেলতে না পারলে তার জায়গায় ভারতীয় একাদশে ফিরতে পারেন...