সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমাদের সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধের ওপর গুরুতর প্রশ্ন তুলেছে। ভিডিওটিতে দেখা যায়, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের ৭০ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তির চুল-দাড়ি জোরপূর্বক কেটে দেওয়া হচ্ছে। গত কোরবানির ঈদের কয়েক দিন আগে কাশিগঞ্জ বাজারে তিনি এই বর্বরোচিত ঘটনার শিকার হন। সেসময় তিনি বাধা দিতে চেষ্টা করেও ব্যর্থ হন। অসহায় মানুষটি তখন বলে ওঠেন, ‘আল্লাহ, তুই দেহিস’। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। দেশের সংবিধান প্রতিটি নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপন, ব্যক্তিস্বাধীনতা ও অমানবিক আচরণ থেকে মুক্তির নিশ্চয়তা দিয়েছে। কিন্তু এক শ্রেণির মানুষ নিজেদের মতামত, ধর্মীয় বা সামাজিক বিশ্বাসকে জোর করে অন্যের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই প্রবণতা কেবল সমাজের সংখ্যালঘু বা প্রান্তিক গোষ্ঠীকেই বিপন্ন করছে না, বরং সমগ্র সমাজের সামাজিক সম্প্রীতি...