২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ পিএম মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীর ভাঙন আতঙ্কে কাটাচ্ছে নিঘুম রাত নদী পাড়ের প্রায় বিশ গ্রামের মানুষ। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ার পর, এখন পানি কমতে শুরু করলেও নদী পাড়ের শতশত পরিবার এখনও ভাঙনের ভয় পাচ্ছে। অনেকেই আগে থেকেই গাছপালা বিক্রি করে বা ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছর মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর ভাঙনের তীব্রতা বাড়ছে। এর কারণে নদী গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, গাছপালা ও শতশত একর ফসলি জমি। নিঃস্ব হয়ে পড়ছে পরিবারগুলো, কেউ খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছে। নদী ভাঙন এলাকার মানুষদের বর্ষা মৌসুমে জীবন কষ্টকর হয়ে ওঠে। স্থানীয়রা বলেন, নদীর ভয়াবহ রূপ প্রতিবছরই হাজারো একর ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালা ভেঙে...