২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্মাণাধীন ৫০০ মেট্রিকটন ধারণক্ষমতার খাদ্য গুদাম পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। নির্ধারিত সময়ে গুদাম নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন উপদেষ্টা। প্রকল্প সূত্রে জানা গেছে, ‘দেশের বিভিন্ন কৌশলগত স্থানে নতুন খাদ্য গুদাম ও আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ প্রকল্পের আওতায় চট্টগ্রামের আনোয়ারা, সাতকানিয়া ও সন্দ্বীপ উপজেলায় তিনটি খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৩২ টাকা। আগামী বছরের জুলাই মাসে প্রকল্পের মেয়াদ শেষ...