ভোলার মনপুরা চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। প্রতিদিন কাঁদা-মাটি পেরিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষক না থাকায় ঠিকমতো শ্রেণিকার্যক্রম হচ্ছে না। ফলে শ্রেণিকক্ষে বসে শিক্ষকের অপেক্ষা ও খেলাধুলায় সময় কাটছে শিক্ষার্থীদের। জানা যায়, ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নে গড়ে উঠেছে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই। ১ নম্বর কলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪২ নম্বর চর কলাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন দুজন করে। এ দুই বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা যথাক্রমে ২০৬ ও ৮২ জন। ৩ নম্বর মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫৫ জন শিক্ষার্থীর পাঠদান করান তিনজন শিক্ষক। এছাড়া ২২ নম্বর মাছুমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০৭ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন রয়েছেন ৪ জন শিক্ষক। তবে...