অন্তর্বর্তী সরকার খাদ্য মজুদে সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় খাদ্য মজুদ বজায় রাখার পরিকল্পনা করেছে। এই সরকার যতদিন দায়িত্বে থাকবে, ততদিনের জন্য প্রয়োজনীয় খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা পূরণে সচেষ্ট থাকবে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি নির্মাণাধীন খাদ্যগুদাম পরিদর্শনকালে খাদ্য উপদেষ্টা এসব কথা বলেন। আলী ইমাম মজুমদার বলেন, বর্তমানে আনোয়ারা উপজেলায় ১,০০০ মেট্রিক টন ধারণক্ষমতার একটি খাদ্যগুদাম রয়েছে, পাশাপাশি নতুন ৫০০ মেট্রিক টন ধারণক্ষমতার গুদামের নির্মাণকাজ চলছে। আশা করা যাচ্ছে আগামী জুন মধ্যে কাজ শেষ। তখন খাদ্যগুদামের ধারণক্ষমতা...