অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এ সময়ের মধ্যে বাংলাদেশে রাষ্ট্র ও রাজনীতির কী কী পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন? ফিরোজ আহমেদ:অধ্যাপক আব্দুর রাজ্জাক শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে কথাটা বলতেন, সেটাই আমি প্রশ্ন আকারে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব সম্পর্কে বলব: ইতিহাস তাঁকে রাষ্ট্রনায়ক হওয়ার একটা সুযোগ দিয়েছিল, কতটা কাজে লাগাতে পারলেন তিনি? অনেক বিবেচনায় শেখ মুজিবের চেয়েও অনুকূল পরিবেশ পেয়েছিলেন অধ্যাপক ইউনূস। এত জনসমর্থন তাঁর আগে বাংলাদেশে কেউ পেয়েছেন কি না, জানা নেই। বাহাত্তর সালের বাংলাদেশকে আক্ষরিক অর্থেই তলাবিহীন একটা ঝুড়ি বলা যায়। হাসিনার আমলে দেশটাকে প্রায় দেউলিয়া বানানো হয়েছিল। এরপরও মাত্র কয়েক মাসে শুধু রেমিট্যান্সের টাকাতেই বৈদেশিক মুদ্রার মজুত সামাল দেওয়া গেছে। অন্তর্বর্তী সরকারের সময় তো প্রায়...