‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব’ যেখানে নারীদের গর্ভবতী করতে পারলেই দেয়া হয় লাখ লাখ টাকা আয়ের সুযোগ। আর এ প্রলোভনে পা দিয়ে লুট হয়েছেন বহু পুরুষ। এমন প্রতারণার রমরমা কারবারের পর্দাফাঁস হতেই ভারতজুড়ে শোরগোলের সৃষ্টি হয়েছে। সোমবার (১ জানুয়ারি) দেশটির বিহারে এমন চক্রের আটজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে এনডিটিভি। পুলিশের বরাত প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের নওয়াদা জেলায় ‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব’ নামে একটি সংস্থা পরিচালনার জন্য আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চক্রটি সারাদেশে অনলাইনে নারীদের গর্ভবতী করার নামে প্রতারণার ব্যবসা করে করছিল। এ মামলায় মোট আসামি ২৬ জন। এতে আরও বলা হয়েছে, অভিযুক্তরা নারীদের ছবি অনলাইনে সংগ্রহ করত। এরপর তাদের থেকে ব্যক্তিগত নানা তথ্য নেয়া হয়। ঐসব নারীকে গর্ভবতী করলে ১৩ লাখ টাকা আর না হলে ৫ লাখ টাকা দেয়ার নামে পুরুষদের...