এশিয়া কাপ ২০২৫-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে দেখা হচ্ছে দুই দলের। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮ টায় ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এবারের এশিয়া কাপে তৃতীয়বার দেখা হচ্ছে এই দুই দলের। প্রথম দুই ম্যাচে ক্রিকেটীয় লড়াই ছাপিয়ে মাঠের ভেতরের বিতর্কিত কর্মকাণ্ডকে ঘিরে উত্তাপটা বহুদূর গড়িয়েছে। এখন অপেক্ষা ফাইনাল মঠে গড়ানোর। ফাইনালে ভারতের একাদশে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। লঙ্কানদের বিপক্ষে মাঠে না নামা পেসার যশপ্রীত বুমরাহ ও অলরাউন্ডার শিবম দুবে ফাইনালে ফিরছেন। তবে শঙ্কা রয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান এই অলরাউন্ডার। তাকে খেলাতে না পারলে তার জায়গায় আরও একজন পেসারকে নামাতে হবে ভারতের। সেক্ষেত্রে আর্শদীপ জায়গা...