দেশের মৎস্য উৎপাদন এলাকাগুলোতে বিনোদন ও পর্যটনকেন্দ্র গড়ে তোলার প্রবণতা নিয়ন্ত্রণে আনার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “মৎস্য খাতের উন্নয়নের স্বার্থে অবাধ পর্যটন ও বিনোদনকেন্দ্র স্থাপন থেকে বিরত থাকতে হবে। পরিবেশ ও মৎস্য খাতের ক্ষতির কারণ খুঁজে বের করতে হবে।” রোববার সকালে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত বার্ষিক গবেষণা অগ্রগতি ২০২৪–২৫ পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন ২০২৫–২৬ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কীটনাশকের ব্যবহার মৎস্যের জন্য ক্ষতিকর উল্লেখ করে ফরিদা আখতার বলেন, “এ থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে।”কর্মশালার সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, “মৎস্য গবেষণায় বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। পাশাপাশি...