অনলাইনে পরিচয়, পরিচয়ের এক বছরের মাথায় মেঘলা আর জিসান বিয়ে করলো। বিয়ের পরে এই প্রথমবার মেঘলা স্বামীর সাথে একসাথে অনেকদিন কাটালো। অতঃপর ঘোর অমানিশা নেমে আসলো মেঘলার জীবনে। হৃদয়ে জমানো পুঞ্জীভূত মেঘের সনে প্রতিটি মুহূর্ত সংগ্রাম করে বেঁচে আছে। রাতের আধারে তারার মিতালী, গভীর রজনী মিটমিট করে জ্বলন্ত জোনাকিদের বাহুডোরে আঁকড়ে ধরলো। রাতটা কিছুতেই শেষ হচ্ছে না। এপাশ ওপাশ করতেই মনে হলো এই বুঝি ভোর হয়ে গেল। চোখের পলক পড়ছে না আর। ভোরের পাখিদের কিচির মিচিরে মেঘলা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ে। ট্রলি ব্যাগে একটা শাড়ি আর কয়েকটি থ্রিপিসি ভাঁজ করে গুছিয়ে নেয়। ফ্রেশ হয়ে হালকা নাশতা করে ভাবছে কোন পোশাক টা পড়বে। মেঘলা ফর্সা যে কোনো পোশাকেই তাকে ভালো লাগে। তারপরও ভাবনার জগতে বিভোর কোন কালারে তাকে বেশি...