পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। ডলফিনটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠানো অবস্থায় ছিল। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সমুদ্র সৈকতের গঙ্গামতি এলাকায় মৃত ডলফিনটিকে দেখতে পান ট্যুর গাইড এ্যাসোসিয়েশনের সদস্য জামাল। পরে বন বিভাগ এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সমন্বয়ে ডলফিনটিকে উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়। এর আগে গত ২০ সেপ্টেম্বর সমুদ্র সৈকতের চর-গঙ্গামতি এলাকার ৩৩ কানি নামক পয়েন্টে ১টি ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছিল। উপরার সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, সকালে জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকে এ কারণে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে ডলফিনটি। দেখে মনে হয় প্রায় ২ দিন আগে মারা গেছে ডলফিনটি। পরিবেশ কর্মীরা বলছেন, পরিবেশ নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো ডলফিনের বিষয়ে যথেষ্ট সতর্ক...