গাজার যুদ্ধবিরোধী বিক্ষোভের শঙ্কায় ইতালির মর্যাদাপূর্ণ সাইক্লিং রেস জিরো দেল্ল’এমিলিয়া থেকে বাদ পড়েছে ইসরায়েল–প্রিমিয়ার টেক দল। শনিবার আয়োজকরা বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে ‘ভুয়েলতা আ এস্পানিয়া’ সাইক্লিং রেসে ফিলিস্তিনপন্থী আন্দোলনের কারণে ব্যাপক বিক্ষোভ হয়। ইসরায়েল প্রিমিয়ার টেকের অংশগ্রহণ ঠেকাতে সড়ক অবরোধ করলে বাতিল করতে হয় রেসের শেষ ধাপ। এর পর থেকেই ইউরোপজুড়ে ইসরায়েলি দলগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার দাবি জোরালো হয়েছে। জিরো দেল্ল’এমিলিয়ার আয়োজক আদ্রিয়ানো আমিচি বলেন, ‘দুঃখজনকভাবে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে এবং চূড়ান্ত সার্কিটের বৈশিষ্ট্য বিবেচনায়, খেলোয়াড়, টেকনিক্যাল স্টাফ ও দর্শকদের নিরাপত্তার স্বার্থে এই বছর ইসরায়েলি দলকে অংশগ্রহণ থেকে বিরত রাখতে হয়েছে। ’ তিনি আরও যোগ করেন, ‘জননিরাপত্তার স্বার্থেই সিদ্ধান্তটি নিতে হয়েছে। রেসের শেষ সার্কিট পাঁচবার ঘুরে হবে, তাই বিঘ্ন ঘটার আশঙ্কা অনেক বেশি। ’ ইতালির মিলানে...