ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার রঘুনাথপুর গ্রামে স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ তাজরিন আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন— সোশ্যাল মোটিভিশন সার্ভিসের পীরগঞ্জ ও বীরগঞ্জ উপজেলা নির্বাহী পরিচালক দীপঙ্কর বর্মন, অভিভাবক কমিটির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, ফারুক হোসেনসহ অনেকে। অভিভাবক সমাবেশে প্রায় ২০০ জন...