রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন। এতে জেলার সাড়ে ৩ শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ ৩ হাজার কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন। মানববন্ধনে হাসপাতাল ও ক্লিনিক মালিকরা বলেন, না বুঝেই ভুল চিকিৎসাসহ নানা অজুহাতে গত ১ বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে ভাঙচুর, নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে। যা পুরোটাই অনাকাঙ্ক্ষিত। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা -কর্মচারীদের নিরাপত্তা প্রদান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায়...