তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সে সময় এনায়েত করিমকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হলেও, পরে তিনি সুস্থবোধ করায় তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। ১১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দুদকের করা মামলায় এনায়েত করিমকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে এনায়েত করিম চৌধুরীকে আটক করে রমনা মডেল থানা পুলিশ। বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন রমনা মডেল থানার এসআই আজিজুল হাকিম। তবে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ১৫ রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন। এরই মাঝে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধ আইনে রমনা মডেল থানায় মামলা করে পুলিশ। এরপর তাকে এ মামলায়...