ঢাকা: গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যম ইস্যুতে অনেকগুলো সুপারিশ দেয়া হয়েছিল তার একটিও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন । সেই সাথে মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আজ এক সেমিনারে তিনি একথা বলেন।তিনি বলেন, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার শিকার হয়েছেন। কীভাবে হয়েছেন তা আমরা সবাই জানি। সেই মিডিয়ার নামও আমরা জানি। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই বিভিন্ন স্বার্থে অনুমোদন নিয়ে সংবাদপত্র চালাচ্ছেন। কোনও প্রশিক্ষণের ব্যবস্থা নেই। আমি নিশ্চিত করে বলতে পারি তুহিনকে আত্মরক্ষার কোনও প্রশিক্ষণ দেয়া হয়নি। কারণ তার প্রতিষ্ঠানের সেই সক্ষমতা ছিল না।কামাল আহমেদ বলেন, কর্মীকে প্রশিক্ষণ দেয়ার মতো দায়িত্ব যদি মালিকরা পালন না করেন তাহলে তাহলে সেটার জবাব সাংবাদিকতা সুরক্ষা আইন দিতে পারবে। আমরা সেজন্যই সাংবাদিকতা সুরক্ষা আইনের কথা বলেছি। আবার সাংবাদিক,...