বন্ধুত্ব থেকে প্রেম, অবশেষে পরিণয়। বিয়ের পিঁড়িতে বসলেন হলিউড তারকা-সংগীতশিল্পী সেলেনা গোমেজ ও সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। শনিবার (২৭ সেপ্টেম্বর) জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের দিনের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেছেন সেলেনা নিজেই। সেই পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে তারিখটি স্মরণীয় করে রেখেছেন তিনি। সেলেনার সেই পোস্টে ব্ল্যাঙ্কো মন্তব্য করেন, ‘বাস্তবে আমার স্ত্রী।’ ফ্যাশন ম্যাগাজিন ভোগের মতে, শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় প্রায় ১৭০ জন অতিথির সামনে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। অতিথিদের মধ্যে ছিলেন গায়ক-গীতিকার টেইলর সুইফট, অভিনেতা পল রুড এবং সেলেনার ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সহশিল্পী স্টিভ মার্টিন ও মার্টিন শর্টসহ অনেকেই।...