১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এখন পর্যন্ত যত সঙ্কট পাড়ি দিয়েছে ইরানের ধর্মীয় শাসকগোষ্ঠী তার মধ্যে অন্যতমটি এখন পার করতে হচ্ছে তাদের। দেশের ভেতর বাড়তে থাকা অসন্তোষ আর থমকে থাকা পরমাণু চুক্তির কারণে তারা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন, বেশি বিভক্ত, বলছে বার্তা সংস্থা রয়টার্স। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েক দশক ধরে চলা দ্বন্দ্ব নিরসনে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো ইউরোপীয় শক্তির সঙ্গে তেহরানের শেষ মুহূর্তের আলোচনা ব্যর্থ হওয়ায় শনিবার (বাংলাদেশ সময় রোববার) থেকে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়। এখন পশ্চিমাদের সঙ্গে আলোচনায় কোনো ‘ব্রেক থ্রু’ না এলে ইরানের অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরও তীব্র হবে, যা জনগণের অসন্তোষ তুঙ্গে তুলতে পারে বলে আশঙ্কা চার ইরানি কর্মকর্তা ও অভ্যন্তরীণ দুটি সূত্রের। আবার পশ্চিমাদের দাবি মেনে নিলে...