পঞ্চগড় জেলা প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:৫৯:৫৪ রোগীর কাছে নার্সের টাকা নেয়ার ঘটনায় তদন্ত হলেও, নেয়া হয়নি ব্যবস্থা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। পঞ্চগড়:পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার শিউলি আক্তারের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেয়ার অভিযোগের তদন্ত হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও তার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।অনুসন্ধানে জানা যায়, দীর্ঘ দিন ধরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার শিউলি আক্তারের বিরুদ্ধে নরমাল ডেলিভারির মতো সরকারি সেবা দেওয়ার পর রোগীর স্বজনদের কাছ থেকে জোর করে টাকা আদায় করার অভিযোগ রয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে দেবীগঞ্জ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান আনুষ্ঠানিকভাবে পুনরায় তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।অভিযোগের প্রেক্ষিতে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য...