টাইফুন বুয়ালোই আরও শক্তি সঞ্চয় করে এগিয়ে আসার মুখে বিমানবন্দরগুলো বন্ধ করে ও ঝড়ের কবলে পড়তে যাওয়া সম্ভাব্য এলাকাগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে মোকাবেলার প্রস্তুতি নিয়েছে ভিয়েতনাম। রোববার স্থানীয় সময় রাতে টাইফুনটি স্থলে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে, ভিয়েতনামের জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। দিন দুই আগে ফিলিপিন্সে বুয়ালোইয়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পর বিস্তৃত এলাকা তলিয়ে যায় আর অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভিয়েতনামের স্থানীয় সময় রোববার সকাল ৯টায় টাইফুনটি ঘণ্টায় সর্বোচ্চ ১৩৩ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে দেশটির মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছিল। দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, “এটি খুব দ্রুতগতিতে এগোতে থাকা একটি ঝড়। গড় গতির দ্বিগুণ বেগ নিয়ে এগিয়ে আসছে এটা। তীব্র শক্তির হওয়ায় বিস্তৃত এলাকায় এর প্রভাব পড়বে। “এর কারণে একইসঙ্গে প্রবল ঝড়, ভারি...