নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়ায় বিল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে উপজেলার গন্ডা ইউনিয়ের মনকান্দা গ্রামের সামনে বিরান্দরী বিল হতে অর্ধগলি মরদেহটি উদ্ধার করা হয়।কেন্দুয়া থানা ওসি মিজানুর রহমান জানান, স্থানীয় এক কৃষক বিকেলে বিলের পানি কমায় জমিতে জমাট আগাছা পরিষ্কারের সময় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। মরদেহ অর্ধগলিত থাকায় পরিচয় সনাক্ত করা যায়নি। মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপতালে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, মরদেহ চিহ্নিত করার মতো কোনো আলামত না থাকায় ডিএনএ টেস্টের পর বলা যাবে মরদেহটি কার। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত তিন মাস আগে নিখোঁজ হওয়া মনকান্দা গ্রামের গন্ডা ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের মরদেহ।উল্লেখ্য, শামীম গত ২ জুলাই রাত সাড়ে ১১ টার...