ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের শনিবারের জনসভায় পদদলিত হয়ে ইতোমধ্যেই ৩৯ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু আহত। ইতোমধ্যেই এক আবেগঘন টুইটে শোক প্রকাশ করেছেন বিজয়। তিনি লেখেন, “আমার হৃদয় ভেঙে গেছে। আমি গভীর শোকে স্তব্ধ। কারুরে প্রাণ হারানো ভাই-বোনদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” মৃতদের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে থালাপতি বিজয় বলেন, “এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যতই সান্ত্বনার কথা বলুক না কেন, প্রিয়জন হারানোর যন্ত্রণা সহ্য করা যায় না। তবু আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে, আমি প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহত ব্যক্তিদের জন্য ২ লাখ রুপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”...