২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম চীনে বিশ্বের সর্বোচ্চ সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকে সেতুটি উদ্বোধন করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। তিন বছরব্যাপী নির্মাণকাজ শেষে এ সেতুটি উদ্বোধনের মাধ্যমে আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতা অর্জন করল চীন। হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজটি দেশটির দুর্গম দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে নির্মিত হয়েছে। একটি বিশাল নদী ও গিরিখাতের ওপর দাঁড়ানো এ সেতুটি পানির স্তর থেকে ৬২৫ মিটার (২,০৫১ ফুট) উঁচুতে অবস্থান করছে। এর আগে একই প্রদেশের ৫৬৫ মিটার উঁচু বেইপানজিয়াং ব্রিজ ছিল বিশ্বের সর্বোচ্চ সেতু, যা এখন দ্বিতীয় স্থানে নেমে গেল।রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত ড্রোন ফুটেজে দেখা গেছে, বিশাল নীল রঙের সাপোর্ট টাওয়ারগুলো মেঘে আচ্ছন্ন অবস্থায় রয়েছে, আর তার ওপর...