কলম্বিয়ান প্রেসিডেন্টের ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানানোয় তার ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনপন্থি সমাবেশে বক্তব্য রাখার সময় বিতর্কিত এ আহ্বান জানান কলম্বিয়ার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে গিয়ে ফিলিস্থিনপন্থি আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য দেন গুস্তাভো পেত্রো। শাটডাউন এড়াতে না পারলে গণছাঁটাইয়ের পথে হাঁটবে হোয়াইট হাউজ তিনি বলেন, আমি যুক্তরাষ্ট্রের সেনাদের বলছি, মানবতার স্বার্থে ট্রাম্পের নির্দেশ অমান্য করুন। পেত্রো আরও দাবি করেন, ফিলিস্তিনকে মুক্ত করতে বৈশ্বিক সেনাশক্তি যুক্তরাষ্ট্রের সেনাশক্তির চেয়েও বড় হতে হবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান গণহত্যার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি জড়িত।...