বিজয়ের সিনেমার সংলাপ দর্শকদের মুখে মুখে থাকে। তাঁর স্টাইল তামিলের তরুণদের মধে৵ প্রভাব ফেলে। বক্স অফিসে তিনি থাকেন এগিয়ে। মানবিকভাবে তিনি সাধারণ মানুষের পাশে থাকেন। নানা কারণে দর্শকদের কাছে তুমুল আলোচিত নাম থালাপতি বিজয়। সেই পর্দার অভিনেতা গত বছর নাম লিখিয়েছেন রাজনীতিতে। রাজনীতির অংশ হিসেবে গতকাল তামিলনাড়ুর কারুর জেলায় রাজনৈতিক সমাবেশের আয়োজন করেন। সেই সমাবেশ নিয়ে কদিন ধরে ভক্ত ও সাধারণ দর্শকদের মধে৵ তুমুল উচ্ছ্বাস দেখা যায়। তবে সেই উচ্ছ্বাস মুহূর্তেই গতকাল যেন শোকে মিলিয়ে যায়। সমাবেশে আসা বিপুলসংখ্যক মানুষ পর্দার তারকা থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে একসঙ্গে এগিয়ে যেতে থাকেন। ওই সময় দুর্ঘটনার সূত্রপাত হয়। এনডিটিভি সূত্রে জানা যায়, লোকজন হুড়োহুড়ি করেন সামনে যাওয়ার জন্য। এ সময় অনেকেই অচেতন হয়ে বসে পড়েন। তখনই মূলত পদদলিত হয়ে...