বিক্ষোভকারীরা জানান, তারা ২০২৪ সালের ৩১ মে সময়সীমার মধ্যে মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ১৭ হাজার শ্রমিকের অংশ। তারা এখনও তাদের যাওয়ার ব্যবস্থা হয়নি। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এক কর্মী বলেন, আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু এখনও যেতে পারিনি। ৫-৬ লাখ টাকা খরচ করেছি, যার বেশিরভাগই ঋণ। বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু অভিযোগ করে বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। ১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে। ২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। ৩. অতি দ্রুত একটি নির্দিষ্ট...