দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে মরিয়া জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। এমনকি এই প্রতীক না পেলে নির্বাচন ঠেকানোর হুমকিও দিয়েছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কীভাবে প্রতীক আদায় করতে হয় সেটি তারা জানেন। এসব হুমকি-ধমকির মধ্যে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে, এনসিপি তো বটেই, কোনও দলকেই শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। বরং এনসিপিকে নির্বাচন কমিশনের তালিকায় থাকা এমন কোনও প্রতীক চেয়ে আবেদন করতে বলা হয়েছে, যে প্রতীক কোনও নিবন্ধিত দলের নেই। এনসিপি নতুন করে প্রতীক চেয়ে যে আবেদন করেছে সেখানেও তারা শাপলাই চেয়েছে। তাদের দাবি, প্রতীকের তালিকা সংশোধন করে হলেও তাদেরকে শাপলা দিতে হবে। প্রশ্ন হলো, তাদের শাপলাই কেন চাই? নির্বাচন কমিশন কি এনসিপিকে ভয় পেয়ে তালিকা সংশোধন করে তাদেরকে শাপলা প্রতীক দেবে নাকি...