বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর। শনিবার বিকেলে খিলক্ষেত থানা বিএনপির উদ্যোগে নিকুঞ্জ ১ ও ২ নম্বর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, যারা আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা, গুম ও খুনের শিকার হয়েছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তাদের রাষ্ট্রীয় মর্যাদায় উন্নীত করা হবে এবং পরিবারকে পুনর্বাসন করা হবে। তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া অসংখ্য নেতাকর্মী নিখোঁজ হয়েছেন, প্রাণ দিয়েছেন। বিশেষ করে গত জুলাই-আগস্ট মাসের আন্দোলনে অনেকের জীবন দিতে হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তাদের আত্মত্যাগ যথাযথ স্বীকৃতি পাবে। এ সময় উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী এস এম ফজলুল...