ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও রাশিয়া ভয়াবহ হামলা চালিয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া ড্রোন ও মিসাইল হামলা ঘণ্টার পর ঘণ্টা ধরে অব্যাহত ছিল। সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এবারই রাজধানী ও এর আশপাশে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে রুশ সেনারা। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানান, এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হন ১০ জন। তাদের মধ্যে ১২ বছরের এক কিশোরীর অবস্থা গুরুতর। যদিও শিশুটির মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা বলেন, রাশিয়া শত শত ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে। পুতিন ও তার সরকারকে বুঝতে হবে, যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল্য তাদেরই দিতে হবে। শাস্তিমূলক নিষেধাজ্ঞার মাধ্যমেই এ আগ্রাসন থামানো সম্ভব। রাজধানী ছাড়াও দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলকে লক্ষ্য করে...