থালাপতি বিজয়ের জনসভাকে কেন্দ্র করে মৃত্যুর মিছিল যেন থামছেই না। শেষ খবর পাওয়া পর্যন্ত পদদলিত হয়ে মারা গেছেন ৩৯ জন। শনিবার তামিলনাড়ু কারুরের দূর্ঘটনায় আরও আহত হয়েছেন শতাধিক। এই ঘটনার পর স্থানীয়দের ক্ষোভ অভিনেতার দিকেও যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার আশঙ্কায় চেন্নাইয়ে তার বাসভবনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তামিলনাড়ু সরকারও পরিস্থিতি নজরে রেখেছে। প্রশাসনের শঙ্কা, হতাহতদের পরিবারের ক্ষোভের বহিঃপ্রকাশে বিজয়ের ওপর হামলার ঘটনা ঘটতে পারে। তাই তার বাড়ির নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। এদিকে নিহতদের স্মরণ করে বিজয় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার হৃদয় বিদীর্ণ। শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আর আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যেই...