আর্জেন্টিনায় তিন তরুণীকে নির্মমভাবে হত্যা করেছে একটি মাদকচক্র। হত্যার ভয়ঙ্কর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী বুয়েনস আয়ার্সে হাজারো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। নিহতরা হলেন—২০ বছর বয়সি দুই বোন (কাজিন) মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিয়ো এবং ১৫ বছরের লারা গুতিয়েরেস। বুধবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ বুয়েনস আয়ার্সের একটি বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়া অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এর পাঁচ দিন আগে তারা নিখোঁজ হয়েছিলেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ পাঁচ আসামিকে গ্রেফতারের ঘোষণা দেন। এখন পর্যন্ত এ ঘটনায় তিন পুরুষ ও দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদকারীরা নিহতদের ছবি ও নাম লেখা ব্যানার হাতে পার্লামেন্ট পর্যন্ত পদযাত্রা করেন। ব্যানারে লেখা ছিল—‘এটা ছিল মাদক-নারীহত্যা’,...