শিশুশিল্পী হিসেবে রুপালি জগতে পা রেখে তামিল সিনেমার শীর্ষ নায়কদের একজনে পরিণত হয়েছেন থালাপাতি বিজয়। সর্বশেষ ‘থালাপাতি ৬৯’ সিনেমার জন্য ২৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেছেন এই নায়ক। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিল নাড়ুর করুরে তার রাজনৈতিক দলের জনসভা ছিল। সেখানে পদদলিত হয়ে ৩৯ জন মারা গেছেন, আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। এ ঘটনা বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। এ পরিস্থিতিতে মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিজয়।আরো পড়ুন:৩ দিনে কত টাকা আয় করল পবন কল্যাণের সিনেমা?ব্যর্থতার গ্লানি মুছে বক্স অফিসে পবন কল্যাণের দাপট মৃতদের পরিবারকে অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে থালাপাতি বিজয় বলেন, “এটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। যতই সান্ত্বনার কথা বলুক না কেন, প্রিয়জন হারানোর যন্ত্রণা সহ্য করা...