দুবাইয়ে আজ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপের ফাইনাল। আঞ্চলিক এই আসরের শিরোপা লড়াইয়ে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এই বছরের টুর্নামেন্টে ইতিমধ্যেই দুই দল দুইবার মুখোমুখি হয়েছে, এবং ভারত উভয় ম্যাচেই জিতেছে। ফাইনাল নিয়ে কী পরিকল্পনা আঁটছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী? সাধারণত কোনো দলই উইনিং কম্বিনেশন বদল করে না। তবে হ্যামস্ট্রিং সমস্যার কারণে হার্দিক পান্ডিয়া এখনও অনিশ্চিত। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে হার্দিকের সঙ্গে অভিষেক শর্মাও চোট পেয়েছেন। ম্যাচটিতে বিশ্রামে ছিলেন জসপ্রীত বুমরা এবং শিবম দুবে। এই দুজনের একাদশে ফেরা মোটামুটি নিশ্চিত। হার্দিক খেলতে না পারলে তার জায়গায় আর্শদীপকে দেখা যেতে পারে। অন্যদিকে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা কম। সর্বশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ পাকিস্তান খেলিয়েছে, সেটাই আজ দেখা যেতে পারে। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে খেলবেন ফখর জামান। এশিয়া...