ফিলিস্তিন ইস্যুতে শুরু থেকেই যুক্তরাষ্ট্র দ্বিরাষ্ট্র (ইসরায়েল ও ফিলিস্তিন আলাদা দুটি স্বাধীন রাষ্ট্র) সমাধানকে সমর্থন করে আসছে। তবে এখন পর্যন্ত সেটি তারা বাস্তবায়ন করেনি। গত কয়েক দশকে প্রধান মিত্র দেশগুলো স্বীকৃতি দিলেও ওয়াশিংটনের অবস্থান বদলাচ্ছে না।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগে জো বাইডেন প্রশাসনও দুই রাষ্ট্র সমাধানের নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কিন্তু এরপরও ভেটো দিয়ে ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য হওয়া থেকে বিরত রেখেছে। তাই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পেছনের কারণ কী? কেন তারা ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে?এই অবস্থান বুঝতে ইতিহাসের প্রেক্ষাপট ও দেশটির অভ্যন্তরীণ রাজনীতি জানা জরুরি। কাউন্সিল অন ফরেন রিলেশনের নিবন্ধ অনুযায়ী, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে যুক্তরাষ্ট্র অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে মুখ্য ভূমিকা পালন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অল্প কিছুদিন পর তারা এতে জড়িত হয়। ১৯৪৬ সালে যুক্তরাজ্যের সঙ্গে মিলে...