মেজর লিগ সকারে টরেন্টো এফসির বিপক্ষে নেমেছিল ইন্টার মিয়ামি। জিততে পারেনি বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির দল। ১-১ গোলে ড্র ম্যাচে জালের দেখা পাননি মেসিও। জয় প্রাপ্য ছিল, ম্যাচের পর বলেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। ম্যাচের ৪৬ মিনিটে তাদেও আলেন্দের গোলে এগিয়ে গিয়েছিল মিয়ামি। ৬০ মিনিটে দর্দে মিহাইলোভিচের গোলে সমতায় আসে টরেন্টো। পরে কোন দল আর গোলের দেখা পায়নি। ম্যাচ ড্র নিয়ে মিয়ামি কোচ মাশ্চেরানো বলেছেন, ‘আমার মনে হয় জয় আমাদের প্রাপ্য ছিল। ম্যাচে আমরা সর্বোচ্চ সুযোগ পেয়েছিলাম, সম্ভবত সেটা দ্বিতীয়ার্ধের ১০-১৫ মিনিটে যেটা আমাদের কিছুটা বিভ্রান্তিতে ফেলেছিল। শেষদিকে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। তাদের গোলকিপার ম্যাচসেরা হওয়ার যোগ্য।’ ‘আমরা এখানে জিততে এসেছিলাম। টেবিলে আমরা এগিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন আমাদের...