জাতিসংঘ আবারও ইরানের ওপর কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা জারি করেছে। ১০ বছর আগে ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তির কারণে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি চুক্তির শর্ত অনুযায়ী ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু করে নিষেধাজ্ঞা ফের কার্যকর করে। তাদের অভিযোগ, ইরান চুক্তির শর্ত মানছে না এবং পরমাণু কর্মসূচি আরও বাড়াচ্ছে। চুক্তি অনুযায়ী ইরানকে তার পরমাণু স্থাপনা আন্তর্জাতিক পরিদর্শকদের জন্য খুলে দিতে হতো। কিন্তু গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে বোমা হামলা চালালে ইরান সেই পরিদর্শন বন্ধ করে দেয়। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, তাদের দেশের পরমাণু অস্ত্র বানানোর কোনো পরিকল্পনা নেই। তবে তিনি নতুন নিষেধাজ্ঞাকে ‘অন্যায্য, বেআইনি ও অন্যায়’ বলে আখ্যায়িত করেছেন। ২০১৫ সালের চুক্তি (জেসিপিওএ) অনুযায়ী, ইরান কতটা ইউরেনিয়াম মজুদ করতে...