আজ কদিন থেকে হঠাৎ করে পাহাড় হয়ে উঠেছে অশান্ত। পার্বত্য চট্টগ্রামের দুই জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি অশান্ত হয়ে উঠেছে দুষ্কৃতকারী ও বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডে।এ সহিংসতা নিয়ে সবাই উদ্বিগ্ন। এখনো পাহাড়ি জনপদ থমথমে। সম্প্রীতির বন্ধন যেন নষ্ট না হয়, সেজন্য সবাইকে শান্ত থাকা উচিত। ঘটনার সূত্রপাত একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে। গত ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে খাগড়াছড়ি সদরস্থ ১ নং ওয়ার্ডে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া এক মারমা ছাত্রীকে অজ্ঞাতনামা ব্যক্তি কর্তৃক ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। এ বিষয়ে ভিকটিমের বাবা খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনী সন্দেহভাজন শয়ন শীলকে (১৯) গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তার ব্যক্তির জিজ্ঞাসাবাদ চলমান আছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজনকে...