ক্রিকেট ইতিহাসে বড় মাইলফলক স্পর্শ করেছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা। শারজাহতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল। পরে বোলিং ও ফিল্ডিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ক্যারিবীয়দের থামিয়ে দেয় ১২৯ রানে। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। ওপেনার কুশল ভুর্তেল ম্যাচ শেষে বলেন, “কোচ চেয়েছিলেন আমরা যেন ‘কার্ডিয়াক কিডস’ ডাকনামটা মুছে ফেলতে পারি। আজ আমরা তা করতে পেরেছি। দেশের কঠিন সময়ে এই জয় নেপালের মানুষকে আনন্দ দিয়েছে। ” অধিনায়ক রোহিত পাউড়েল সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ রান আর বল হাতে নিয়েছেন ১ উইকেট। ম্যাচসেরা হয়ে এই অলরাউন্ডার জয়...