২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শনিবার (২৭ সেপ্টেম্বর) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে থামানো না গেলে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা কখনোই পূর্ণতা পাবে না। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তার মন্ত্রিসভা ও তথাকথিত ‘গণহত্যার চক্রকে’ অবিলম্বে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেন। শনিবার ইস্তানবুলে অনুষ্ঠিত বসফরাস কূটনীতি ফোরামে ভাষণ দেন এরদোয়ান। তিনি বলেন, বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তা অত্যন্ত দেরিতে হয়েছে। ৬৫ হাজার নিরপরাধ প্রাণহানির পর এই স্বীকৃতি আসা মানবিক ব্যর্থতার প্রমাণ। তাঁর মতে, বৈশ্বিক উদাসীনতাই এই রক্তক্ষয়ের পথ প্রশস্ত করেছে। এরদোয়ান উল্লেখ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণ ছিল ‘গণহত্যা নেটওয়ার্কের প্রধানের মিথ্যা ও হুমকি’। তিনি বলেন, নেতানিয়াহু যখন...