২০২৫ সালের শুরু থেকে ফ্রান্স-ইতালি সীমান্তে প্রায় ১০ হাজার ৪০০ জন অভিবাসীর প্রবেশ আটকে দিয়েছে ফরাসি সীমান্ত পুলিশ (পিএএফ)। বিশেষ করে দুই দেশের সীমান্তবর্তী আল্প-মারিতিম অঞ্চলে মন্তো শহরের কাছে এই আটক অভিযান বেশি হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে ফরাসি সীমান্ত পার হওয়ার চেষ্টার সংখ্যা আবারও বেড়ে গেছে। তবে সীমান্তে বাড়তি পুলিশি নজরদারি ও সামরিকীকরণ অভিবাসীদের আরও ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে বাধ্য করছে। স্থানীয় প্রেফেকচুরের প্রেফে বা প্রধান লরো হুতিও ফরাসি দৈনিক লো ফিগারোকে জানান, বছরের শুরু থেকে প্রায় ১০ হাজার ৪০০ জন অভিবাসীকে আটক করা হয়েছে। তিনি বলেন, ‘গত আট মাসে আটক অভিযান কিছুটা (আট শতাংশ) কমেছে, কিন্তু অভিবাসন প্রবাহ এখনও খুবই বেশি। গড়ে প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ জনকে আটক করে আবার ইতালিতে ফেরত পাঠানো হচ্ছে।’ তার দাবি, গত...