পোল্যান্ডের রাজধানী ওয়ারশ এর দক্ষিণ-পূর্বাঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, “অপরিকল্পিত সামরিক কার্যক্রম” এর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাশিয়া ইউক্রেনে নতুন করে হামলা চালানোয় পোল্যান্ড এবং মিত্রবাহিনীর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। ন্যাটো ঘোষণা করেছে, বাল্টিক সাগরে তাদের মিশন আরও জোরদার করা হচ্ছে। সম্প্রতি ডেনমার্কে ড্রোন অনুপ্রবেশ এবং নরওয়েতে সন্দেহজনক ড্রোন দেখা দেওয়ার ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর আল জাজিরার। ইউক্রেন যুদ্ধে কূটনৈতিক সমাধান স্থবির হয়ে পড়ায় ইউরোপজুড়ে উত্তেজনা বাড়ছে। আশঙ্কা তৈরি হয়েছে—সংঘাতটি আরও বিস্তৃত হয়ে মহাদেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে। পোল্যান্ড জানিয়েছে, রাশিয়ার হামলার পরপরই দেশটির আকাশসীমা সুরক্ষিত রাখতে যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। লুবলিন ও রেজশোভ শহরের আকাশসীমা স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত বন্ধ রাখা হবে বলে জানা গেছে। সম্প্রতি...