দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩:২০:৪৬ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। বগুড়া: হিন্দু (সনাতন ধর্ম) সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নির্ঘন্ট মহাষষ্ঠী শুরু হয়েছে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর), এরপর বিজয়া দশমী (দেবীর বিসর্জনের) মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ২ অক্টোবর (বৃহস্পতিবার)।দুর্গাপূজা মূলত দেবীদুর্গার দশমহাবিদ্যা রূপের পূজা এবং শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশের উৎসব। এই উৎসবে নারী শক্তির পূজা করা হয়, জয় ও ক্ষমতায়নে প্রতীক।দুর্গাপূজা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ অংশ এবং এটি আনন্দ ও উৎসবের সময়। এই উৎসবে মানুষে মানুষে মিলন ঘটে এবং সমাজের সম্প্রীতি ঐক্য বৃদ্ধি পায়। দূর্গা পূজার আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক উন্নতির একটি সুযোগও বটে। দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব।এ পূজাকে কেন্দ্র করে শহর থেকে গ্রাম,পাড়া-মহল্লা সর্বত্র...