এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জন মারা গেছেন, আহত হয়েছেন ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে ৮ শিশু ও ১৬ জন নারী রয়েছেন। ভারতের তামিল সিনেমার তারকা ও রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)–এর প্রধান থালাপতি বিজয়ের এক নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ঘটনার পর বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) গভীর শোক জানিয়ে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। এই যন্ত্রণাকে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রিয় ভাই-বোনদের হারানোর শোকে আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং যারা চিকিৎসাধীন আছেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। শনিবার সন্ধ্যায় কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে বিজয়ের জনসভা হয়। প্রশাসন প্রায় ৩০ হাজার মানুষের অনুমতি দিয়েছিল, কিন্তু স্থানীয় গণমাধ্যমের তথ্য...