একটি ভালো নির্বাচনের জন্য বিএনপিই সরকার টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি অভিযোগ করেন, একটি মহল নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত ‘সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রতিবাদ’ শীর্ষক কবিতাপাঠ ও সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি বিশেষ মহল মনে করছে, নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই। তাই নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আবদুস সালাম। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ ভোটের অধিকার হারাবে। এই...